পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৬, বিজ্ঞান
প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ, চতুর্থ অধ্যায় : বায়ু- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ০৪ জুলাই ২০২৩, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ’ থেকে ২০টি শূন্যস্থান পূরণ করো এবং ‘চতুর্থ অধ্যায় : বায়ু’ থেকে ৩টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
শূন্যস্থান পূরণ করো
১. উদ্ভিদের পাতায়--- কণিকা রয়েছে।
২. শক্তির প্রধান উৎস---।
৩. উদ্ভিদের সবুজ কণিকা হচ্ছে---।
৪. ক্লোরোফিল উদ্ভিদের--- তৈরিতে সহায়তা করে।
৫. সবুজ উদ্ভিদ--- প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
৬.পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে--- ওপর নির্ভরশীল।
৭. প্রাণী শ্বাসকার্যে--- গ্রহণ করে।
৮. প্রাণীর মলমূত্র মাটিতে মিশে মাটির--- বৃদ্ধি করে।
৯. অনেক প্রাণীর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের--- বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
১০.সব প্রাণীর বেঁচে থাকার জন্য--- প্রয়োজন।
১১.উদ্ভিদ--- ব্যবহার করে খাদ্য উৎপাদন করে।
১২.সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময়--- ছাড়ে।
১৩.কীটপতঙ্গ, পাখি এগুলোর মাধ্যমে উদ্ভিদের--- ঘটে।
১৪.প্রাণী--- জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।
১৫.কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয়---।
১৬.ছোট প্রাণীকে--- হিসেবে গ্রহণ করে বড় প্রাণী।
১৭.প্রাণী খাদ্যের জন্য--- ওপর নির্ভরশীল।
১৮.প্রাণী নিজের--- নিজে তৈরি করতে পারে না।
১৯.সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য--- প্রয়োজন।
২০. কয়েকটি--- যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর : ১. সুবজ, ২. সূর্য, ৩. ক্লোরোফিল, ৪. খাদ্য,
৫. সালোকসংশ্লেষণ, ৬. উদ্ভিদের, ৭. অক্সিজেন,
৮. উর্বরতা, ৯. বীজ, ১০. শক্তি, ১১. সূর্যের আলো,
১২. অক্সিজেন, ১৩. পরাগায়ন ঘটে, ১৪. খাদ্যের,
১৫. খাদ্যজাল, ১৬. খাদ্য, ১৭. উদ্ভিদের, ১৮. খাদ্য,
১৯. শক্তি, ২০. খাদ্য শৃঙ্খল।
চতুর্থ অধ্যায় : বায়ু
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : মানুষ কিভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর : বায়ুপ্রবাহকে ব্যবহার করে পালের নৌকা চালানো, শক্তি উৎপাদন, যান্ত্রিক শক্তি তৈরি এবং ভিজা জামাকাপড় শুকানো ইত্যাদি কাজ করা হয়।
প্রশ্ন : মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?
উত্তর : বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন : বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখ।
উত্তর : বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো-
ক. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো।
খ. ময়লা-আর্বজনা পরিষ্কার করা।
গ. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো।